তথ্য-প্রযুক্তি ডেস্ক : এবার শর্টস ভিডিও মনিটাইজেশনের সুযোগ দিচ্ছে ইউটিউব। আসছে ফেব্রুয়ারিতে শটস ভিডিও থেকে আয়ের সুযোগ পাওয়া যাবে।
টিকটককে টেক্কা দিতে ইউটিউব শটস ভিডিও ফিচার চালু করে। ১৫ সেকেন্ডের শটস ভিডিও মনিটাইজ করবে গুগলের এই ভিডিও শেয়ারিং সাইট।
ইউটিউব জানিয়েছে, ইতোমধ্যেই শটস থেকে আয় করা যাচ্ছে। অন্যসব ইউটিউব ভিডিওর মতোই শটস ভিডিও বানিয়ে আয় করা যাবে। অর্থাৎ শটস ভিডিওতে বিজ্ঞাপন দেখানো হবে। তবে ভিডিও হতে হবে ১৫ সেকেন্ডের। ১৫ সেকেন্ডের কম ভিডিও আপলোড করলে ইউটিউব বিজ্ঞাপন প্রদর্শন করবে না। ফলে আয়ও করা যাবে না।
মূলত তিনটি বিষয়ের উপর নির্ভরশীল ইউটিউব শটস থেকে আয়ের সুযোগ মিলবে। প্রথমত চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যা বেশি হতে হবে। দ্বিতীয়ত দর্শকরা শটস ভিডিওগুলো কতক্ষণ দেখছেন তার উপরে নির্ভর করবে রোজগার। দর্শকরা যত বেশি ভিডিও দেখবেন তত বেশি আয় হবে।
শার্টস ভিডিও থেকে আয়ের জন্য অবশ্যই ইউটিউব পার্টনার প্রোগ্রামে যোগ দিতে হবে। শর্তাবলী না মানলে ইউটিউব শটস থেকে রোজগার করা যাবে না।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
ইউটিউব শটস ভিডিওতে যত বেশি ভিউ, ততো বেশি আয় https://corporatesangbad.com/4811/ |