![]() |

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৯ আগস্ট) ইতিবাচক ধারায় লেনদেন শেষ করেছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। সকল মূল্যসূচকের উত্থানে এদিন লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারদর বেড়েছে। সেই সঙ্গে গতদিনের চেয়ে বেড়েছে লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৭টি কোম্পানির ২৫ কোটি ৮২ লক্ষ ৩৯ হাজার ৬৪৫ টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৯৬৩ কোটি ২৬ লক্ষ ২৫ হাজার ৯৮৫ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ৪৭.৭১ পয়েন্ট বেড়ে ৫৮০৪.৪২ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৬.৭৮ পয়েন্ট বেড়ে ২১২৪.৭১ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৬.৮৯ পয়েন্ট বেড়ে ১২৪১.২৬ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কো¤পানির মধ্যে দাম বেড়েছে ২৯৮টির, কমেছে ৬৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো: বিএটিবিসি, এমজেএল বিডি, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, রেনেটা, জিপি, ব্র্যাক ব্যাংক, স্কয়ার ফার্মা, প্রগতী লাইফ ইন্স্যুরেন্স, ওরিয়ন ফার্মা ও সিটি ব্যাংক।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: ফরচুন সুজ, দেশবন্ধু পলিমার, খান ব্রাদার্স পিপি, এডিএন টেলিকম, আইসিবি, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, লিগ্যাসী ফটওয়্যার, কনফিডেন্স সিমেন্ট, ইস্কয়ার নিট, ও প্রাইম ইসলামি লাইফ ইন্স্যুরেন্স।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: শাইনপুকুর সিরামিক, খুলনা পাওয়ার, সিটি জে. ইন্স্যুরেন্স, সোনালী পেপার, উসমানিয়া গ্লাস, লিন্ডে বিডি, ম্যারিকো বাংলাদেশ, তমিজুদ্দিন টেক্সটাইল, তাক্কাফুল ইসলামি ইন্স্যুরেন্স ও আল-হাজ¦ টেক্সটাইল।
আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬৯৯৫৮১৫৪৯২১৪৮.০০।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| সূচকের উত্থান, বেড়েছে লেনদেন https://corporatesangbad.com/481029/ |