চার কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার

Posted on August 29, 2024

পুঁজিবাজার ডেস্ক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ৪টি কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার করা হয়েছে। বুধবার (২৮ আগস্ট) বিএসইসির ৯১৬ তম জরুরী কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এর সভাপতিত্ব করেন।

এগুলো হলে- খুলনা পাওয়ার, শাহজিবাজার পাওয়ার, বিএসআরএম লিমিটেড, মেঘনা পেট্রোলিয়াম।

বর্তমানে ৬টি তালিকাভুক্ত কোম্পানিতে ফ্লোর প্রাইস বিদ্যমান রয়েছে। ৪টি কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহারের ফলে এখন ফ্লোর প্রাইস রয়েছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড (বেক্সিমকো) এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর উপর।

এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে। ফ্লোর প্রাইস উঠিয়ে নেওয়া কোম্পানিগুলোর ক্ষেত্রে সার্কিট ব্রেকার সংক্রান্ত কমিশনের নির্দেশনা বিএসইসি/সার্ভেইল্যান্স/২০২০-৯৭৫/২১৯; তারিখ: ১৭ জুন ২০২১ পুনর্বহাল করার সিদ্ধান্ত গৃহীত হয় সভায়।