মোঃ শরিফ উদ্দিন, শেরপুর জেলা প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শেরপুর জেলা কারাগারে দুস্কৃতিকারীদের হামলার প্রেক্ষিতে কারাগার থেকে পলায়নকারী সকল বন্দীদের আত্মসমর্পণের জন্য গণবিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
বুধবার (২৮ আগস্ট) ভারপ্রাপ্ত জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মনিরুল হাসান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে ওই নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, পলায়নকারী সকল কারাবন্দীকে সংশ্লিষ্ট আদালত অথবা থানায় অবিলম্বে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
উল্লেখ্য, গত ৫ আগস্ট বিকেলে শেরপুর জেলা কারাগারে দুস্কৃতকারীদের হামলার প্রেক্ষিতে ৫১৮ জন বন্দী পালিয়ে যায়।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
শেরপুরে জেল পালানো বন্দিদের আত্মসমর্পণের গণবিজ্ঞপ্তি https://corporatesangbad.com/480916/ |