শাহজাদপুরে কবি কাজী নজরুল ইসলামের ৪৮তম প্রয়াণ দিবস পালিত

Posted on August 28, 2024

সিরাজগঞ্জ প্রতিনিধি: কবি কাজী নজরুল ইসলামের ৪৮তম মহা প্রয়াণ দিবস উদযাপন উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুরে কবির স্মৃতি চারণমূলক স্মরণ সভা ও নজরুল সঙ্গীত পরিবেশনের আয়োজন করা হয়।

শাহজাদপুর উপজেলার পৌর সদরের মনিরামপুর বাজারে সুর শ্রবণী সঙ্গীত বিদ্যালয়ের কার্যালয়ে আয়োজিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন, ভবেশ চন্দ্র সূত্রধর। বক্তব্য রাখেন, বাংলাদেশ বেতারের নজরুল সঙ্গীত শিল্পী ওস্তাদ সালামত হোসেন চৌধুরী রিনা, নজরুল গবেষক এ্যাডভোকেট আনোয়ার হোসেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের চেয়ারম্যানইয়াৎ সিং শুভ, একই বিভাগের সহকারী অধ্যাপক অরূপ বিশ্বাস, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ড.তানভীর আহমেদ, নজরুল সঙ্গীত শিল্পী সৈয়দ আনিসুজ্জামান, সাংস্কৃতিক সংগঠক কাজী শওকত প্রমুখ। বক্তারা কবি কাজী নজরুল ইসলামের জীবন দর্শন ও তার সৃষ্টি কর্মের নানা দিক তুলে ধরে বক্তব্য রাখেন।'

স্মরণ সভা শেষে নজরুল সঙ্গীত পরিবেশন করেন, বাংলাদেশ বেতারের নজরুল সঙ্গীত শিল্পী ওস্তাদ সালামত হোসেন চৌধুরী রিনা, রাজশাহী বেতারের নজরুল সঙ্গীত শিল্পী ওস্তাদ আব্দুল্লাহ আল মাহমুদ, সৈয়দ আনিসুজ্জামান, মেজবাহ রানা, মীর বাবুল হোসেন, ওস্তাদ বায়জিদ হোসেন প্রমুখ। সবশেষে উপস্থিত অতিথি ও শ্রোতাদের সবাইকে আপ্যায়ন করানো হয়।