সূচকের পতনে বেড়েছে লেনদেন

Posted on August 27, 2024

পুঁজিবাজার ডেস্ক : সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার (২৭ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে টাকার পরিমাণে লেনদেন বেড়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৫টি কোম্পানির ১৯ কোটি ৬৯ লক্ষ ৩৬ হাজার ৩৪২টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৭৫০ কোটি ২৪ লক্ষ ৪ হাজার ৬৮ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ১৪.৮১ পয়েন্ট কমে ৫৬৮৫.৭৮ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ০.৬৬ পয়েন্ট কমে ২০৮৭.৪৭ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৩.৯০ পয়েন্ট কমে ১২১৭.০৯ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩১টির, কমেছে ২৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, জিপি, ওরিয়ন ফার্মা, ব্র্যাক ব্যাংক, এমজেএল বিডি, এনসিসি ব্যাংক, বেক্সিমকো ফার্মা, স্কয়ার ফার্মা, এনআরবি ব্যাংক ও রবি অজিয়াটা।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, খান ব্রাদার্স পিপি, এমজেএল বিডি, রিলায়েন্স ওয়ান মি. ফা., প্যাসিফিক ডেনিমস, প্যারামাউন্ট টেক্সটাইল, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, ইভিন্স টেক্সটাইল, ফারইস্ট নিটিং ও মার্কেন্টাইল ইসলামি ইন্স্যুরেন্স।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- ইসলামি ব্যাংক বাংলাদেশ, বসুন্ধরা পেপার, ম্যারিকো বাংলাদেশ, আরামিট সিমেন্ট, ওরিয়ন ইনফিউশন, কর্ণফুলী ইন্স্যুরেন্স, গোল্ডেন হারভেস্ট, খুলনা প্রিন্টিং, এমটিবি ও জেমিনী সী ফুড।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬৮৯৪১১৪৩২৫৬৯৪.০০।