গাজীপুর প্রতিনিধি : চা দোকানের পাওনা ৩০০ টাকা নিয়ে তর্কের একপর্যায়ে দোকানী আরিফ হোসেন (১৯) কে ছুরিরঘাতে হত্যার ১২ ঘন্টার মধ্যে জড়িত দুজনকে তথ্য প্রযুক্তির মাধ্যমে কুমিল্লার লাকসাম থেকে রাতে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো- ময়মনসিংহ জেলার ফুলফুর থানার কুকাইল গ্রামের আ: মান্নান এর ছেলে ফারুক হোসেন (২২) ও একই থানার বৌলী কুডাইল গ্রামের মো: আফজা খার ছেলে জুবায়ের (২২)।
বুধবার (৪ অক্টোবর) দুপুরে প্রেস ব্রিফিং এর মাধ্যমে জিএমপি উপ-পুলিশ কমিশনার আবু তোরাব মোঃ শামছুর রহমান জানান, গতকাল জিএমপি বাসন থানাধীন দিঘিরচালা এলাকায় চায়ের দোকানের পাওনা ৩০০ টাকা চাওয়ায় ক্ষিপ্ত হয। এক পর্যায়ে দোকানীকে ২/৩ জনে মিলে ধারালো চাকু দিয়ে গলায় এবং পায়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আরিফ হোসেন (১৯) গাজীপুরের কাপাসিয়া উপজেলার জামাদিগ্রাম এলাকার আবদুল মান্নানের ছেলে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
গাজীপুরে হত্যাকাণ্ডের ১২ ঘন্টার মধ্যে দুই আসামি গ্রেপ্তার https://corporatesangbad.com/48066/ |