পুঁজিবাজার ডেস্ক: ভয়াবহ বন্যায় বিপর্যস্ত দেশের বিভিন্ন জেলা। এসব এলাকার মানুষের জন্য সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসির কর্মকর্তা ও কর্মচারীরা। বন্যার্তদের সহায়তায় নিজেদের এক দিনের বেতনের টাকা দেওয়ার কথা জানিয়েছেন তারা।
আজ সোমবার (২৬ আগস্ট) সিএসই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসির সকল কর্মকর্তারা বাংলাদেশের বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের একদিনের বেতনের সমপরিমান অর্থ প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। বন্যায় কবলিত এলাকায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে এই অর্থ প্রদান করা হবে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
বন্যার্তদের সহায়তায় একদিনের বেতন দেবে সিএসইর কর্মকর্তারা https://corporatesangbad.com/480557/ |