বাংলাদেশের কাছে হেরে নিজের বোর্ডকে দায়ী করলেন নাসিম

Posted on August 26, 2024

স্পোর্টস ডেস্ক : রোববার (২৫ আগস্ট) রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানকে ১০ উইকেটে হারিয়ে ইতিহাস সৃষ্টি করেছে বাংলাদেশ। শেষ দিনে পেস-স্পিনের মিশেলে দুর্দান্ত বোলিংয়ে চিত্রপট বদলে দেন বাংলাদেশের বোলাররা। দলকে পাইয়ে দেন রোমাঞ্চকর এক জয়। যা পাকিস্তানের বিপক্ষে সাদা পোশাকে বাংলাদেশের প্রথম জয়।

আর ঘরের মাঠে এরকম হার মেনে নিতে পারছে না পেসার নাসিম শাহ। রাওয়ালপিন্ডির মাঠে হারের পর পাকিস্তান ক্রিকেট বোর্ডকেই দায়ী করেছেন দলের পেসার নাসিম।

তাঁর অভিযোগ, পিচের কারণেই হারতে হয়েছে তাঁদের। ঘরের মাঠের কোনও সুবিধা নিতে পারেননি তাঁরা।

ম্যাচের প্রথম চার দিন দাপট দেখিয়েছেন ব্যাটারেরা। বোলারেরা বিশেষ কোনও সুবিধা পাননি। পাকিস্তানের প্রধান শক্তি তাদের পেস বোলিং। কিন্তু তাঁরা পিচ থেকে কোনও সুবিধা পাননি বলে অভিযোগ করেছেন নাসিম। তিনি বলেন, “অনেকগুলো সিরিজ় হয়ে গেল যেখানে এই ধরনের পিচ তৈরি হচ্ছে। আমি বুঝতে পারছি যে, মাঠকর্মীরা অনেক পরিশ্রম করছেন। কিন্তু হয়তো আবহাওয়ার কারণে বোলিং সহায়ক উইকেট তৈরি হচ্ছে না। কিন্তু তার খেসারত আমাদের দিতে হচ্ছে। ঘরের মাঠে সুবিধা তো নিতেই হবে। সেটা না করতে পারলে কী ভাবে জিতব?”

পিচ তৈরি করার ক্ষেত্রে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে আরও দায়িত্ব নিতে হবে বলে মনে করেন নাসিম। তিনি বলেন, “যে কোনও পিচ তৈরি করলেই হবে না। আমাদের দেখতে হবে, কী ভাবে আমরা জিততে পারি। যদি আবহাওয়া বা অন্য কোনও কারণে পেস সহায়ক উইকেট তৈরি করতে না পারি, তা হলে স্পিন সহায়ক উইকেট তৈরি করতে হবে। সে ক্ষেত্রে প্রথম একাদশে বেশি স্পিনার রাখতে হবে। সব দেশ নিজেদের দেশে নিজেদের শক্তি অনুযায়ী উইকেট বানাচ্ছে। তারা সাফল্য পাচ্ছে। কিন্তু আমরা পাচ্ছি না। এটা ক্রিকেট বোর্ডকে দেখতে হবে।”

সম্প্রতি টনি হেমিংকে পিচ প্রস্তুতকারক হিসাবে নিযুক্ত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ঘরের মাঠে বাংলাদেশ, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে পিচ তৈরি করার দায়িত্ব তাঁর। কিন্তু প্রথম টেস্টের পরেই পিচ নিয়ে প্রশ্ন উঠে গেল। তুলে দিলেন পাকিস্তানেরই পেসার।