গাজীপুর প্রতিনিধি: সন্ত্রাস বিরোধী মামলায় আটক আনসারুল্লাহ বাংলাটিমের প্রধান মুফতী জসিম উদ্দিন রাহমানী কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার হতে জামিনে মুক্তি পেয়েছেন।
সোমবার (২৬ আগস্ট) বেলা পৌনে ১২ টার সময় কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে তিনি ছাড়া পেয়েছেন। তার হাজতী নং- ১৫২/২৪।
কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেলার মোহাম্মদ লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, মুফতী জসিম উদ্দিন রাহমানী সন্ত্রাস বিরোধী মামলায় জামিন পেয়েছেন। জামিনের কাগজ পত্র যাচাই বাছাই শেষে তাঁকে মুক্তি দেওয়া হয়েছে।
মুফতী জসিম উদ্দিন রাহমানী বরগুনা জেলার সদর থানার খাজুর তোলা গ্রামের নুর মোহাম্মদ এর ছেলে।
তার মুক্তির খবরে সকাল থেকেই কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের মুল ফটকে অবস্থান করেন তার বড় ভাই মোঃ আব্দুল খলিল,মোঃ আব্দুল জলিল, মোঃ আইয়ুব আলী এবং তার অনুসারী শায়েখ আব্দুল্লাহ ওরফে নজরুল ইসলামসহ অন্যান্য অনুসারীরা।
জানা যায়, তার বিরুদ্ধে ২০০৮ সালে ৬ ফেব্রুয়ারী উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়। ওই মামলায় গতকাল ২৫ আগস্ট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে তিনি জামিন প্রাপ্ত হন। এছাড়াও তার বিরুদ্ধে আরো তিনটি মামলা প্রত্যাহার করা হয়েছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
জামিনে মুক্ত মুফতী জসিম উদ্দিন রাহমানী https://corporatesangbad.com/480486/ |