তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের সদর উপজেলার আমতৈল ইউনিয়নের আদপাশায় সিএনজি ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
রোববার (২৫ আগষ্ট) বিকেলে আদপাশা সড়কে এ ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন-জেলার শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামের রঞ্জু চন্দের ছেলে অনুপ চন্দ (৩৩) ও তার চাচাত ভাই মনজু চন্দের ছেলে অনিক চন্দ (২৫)।
স্থানীয়রা জানান, উপজেলার মির্জাপুর থেকে মৌলভীবাজার শহরে আসার পথে আদপাশা এলাকায় একটি সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়।
মৌলভীবাজার মডেল থানার (ওসি) কে এম নজরুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
মৌলভীবাজারে সিএনজি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২ https://corporatesangbad.com/480418/ |