আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: ‘চুক্তি থেকে মুক্তি চাই, আত্তীকরণ নয়, জাতীয়করণ চাই’ একদফা এক দাবি, মানতে হবে মানতে হবে। সাধারণ আনসারের চাকুরী জাতীয়করণ করতে হবে করতে হবে। এই স্লোগানকে সামনে রেখে সাধারণ আনসারের চাকুরী জাতীয়করণের এক দফা দাবিতে চুয়াডাঙ্গায় মানববন্ধন করেছে জেলার কর্মরত র্স্মাট কার্ডধারী ২৪০ জন আনসার সদস্যরা।
আজ রবিবার বেলা ১১ টায় চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে জেলায় কর্মরত আসনার সদস্যরা। বিক্ষোভ মিছিলটি চুয়াডাঙ্গা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে শেষ হয় এবং সেখানে মানববন্ধন করে।
এসময় মানববন্ধনে আনসার সদস্যরা তাদের বক্তব্যে বলেন, আনসার সদস্য বাহিনী গঠিত হয় ১৯৪৮ সালে। এরপর থেকে সাধারণ আনসার সদস্যরা সরকারের তেমন কোনো সুযোগ সুবিধা পায় না। এই বাহিনী গঠিত হওয়ার পর থেকে আমরা সাধারণ আনসাররা বৈষম্যতার শিকার হচ্ছি। আমাদের এই আনসারের চাকরি তিন বছর চুক্তি করে দেয়া হয়। আমরা এই চুক্তি চাই না। এই চুক্তি বাতিল করে জাতীয়করণ করে চাকরি স্থায়ী করতে হবে। তিন বছর চুক্তি শেষে তখন আনসার সদস্যদের বাড়িতে বেকার বা মাঠে কৃষি কাজ করতে হয়। তাই এই চুক্তি বাতিল করতে হবে।
বর্তমান অন্তবর্তীকালিন সরকারের কাছে দাবি, সাধারণ আনসারদের চাকরী জাতীয়করণ করে দেন। এই বাহিনী ৭৬ বছর ধরে দেশের আইনশৃঙ্খলা ঠিক রাখার জন্য যা করনীয় তখন তাই করে। তারপরও কেন জাতীয়করণ হচ্ছে না। ব্যাটলিয়ন জাতীয়করণ হয়ে গেল। আর সাধারণ আনসাররা কি অপরাধ করেছে, যে এখনো জাতীয়করণ করানো হচ্ছে না। সাধারণ আনসারদের চাকরী জাতীয় করণ না করলে এক দফা দাবি চলবে। এই জাতীয়করণ যতদিন না করা হবে ততদিন এই এক দফা এক দাবি চলবে।
এসময় উপস্থিত ছিলেন, প্লাটুন কমান্ডার কৃঞ্চপদ, রোকন উদ্দিন, সহকারী প্লাটুন কমান্ডার আবু সাঈদ, সাহেদ আলম, মানসুর আলী, সমন্বয়কারী সাহাবুল, রিপন দাস, রইস উদ্দিন, আনোয়ার হোসেন, মদন দাস, সাধারণ আনসার সদস্য সিরাজুল ইসলাম, রবিউল ইসলাম, আনারুল ইসলাম, আলাউদ্দিন, উজ্জল, আশরাফ, শাহাবুল, হাবিুল্লাহসহ সকল আনসার সদস্য।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
চাকুরী জাতীয়করণে এক দফা দাবিতে চুয়াডাঙ্গায় আনসার সদস্যদের বিক্ষোভ ও মানববনন্ধন https://corporatesangbad.com/480285/ |