সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী গ্রেপ্তার

Posted on August 25, 2024

কর্পোরেট সংবাদ ডেস্ক : সাবেক মন্ত্রী ও গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৪ আগস্ট) দিনগত রাতে রাজধানীর শান্তিনগরের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে পল্টন থানার ওসি মোল্লা মো. খালিদ হোসেন বলেন, গ্রেপ্তার এড়াতে গোলাম দস্তগীর বাসায় আত্মগোপনে ছিলেন। সেখান থেকে ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে। তিনি এখন ডিবি কার্যালয়ে আছেন।

এর আগে, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সন্ত্রাসীদের গুলিতে রোমান মিয়া (১৭) নামে এক ছাত্র নিহতের ঘটনায় গত ২১ আগস্ট শেখ হাসিনা, গোলাম দস্তগীর গাজীসহ ১০৫ জনের নামে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় হত্যা করেন রোমানের খালা রিনা।

উল্লেখ্য, ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের অনেক মন্ত্রী-এমপি ও বিভিন্ন পর্যায়ের নেতারা আত্মগোপনে চলে যান। কেউ কেউ দেশ ছাড়তে পারলেও অনেকেই গ্রেপ্তার হচ্ছেন।