গাজীপুরে জীবনের নিরাপত্তার দাবিতে নারী উদ্যোক্তার সংবাদ সম্মেলন

Posted on August 24, 2024

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে চাঁদার দাবিতে ব্যবসায় বাঁধা, হামলা-ভাঙচুর ও প্রাণ নাশের হুমকিতে জীবনের নিরাপত্তা চেয়ে এক নারী উদ্যোক্তা সংবাদ সম্মেলন করেছেন।

শনিবার (২৪ আগস্ট) দুপুরে গাজীপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে লিখিত বক্তব্যে নারী উদ্যোক্তা রাশিদা ফারুক অভিযোগ করেন, টঙ্গী পশ্চিম থানার সেনাকল্যাণ ভবনে এভা গ্রুপের গার্মেন্টস কারখানায় দীর্ঘ প্রায় ২০ বছর ধরে তিনি ব্যবসা করে আসছেন। কিন্তু সরকার পরিবর্তনের পর টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাভেদ আহমেদ সুমন তার ব্যবসা ছিনিয়ে নিতে মরিয়া হয়ে উঠেছেন। গত ১৫ আগস্ট রাত ১১টায় তার টঙ্গী আরিচপুর গার্লস স্কুল রোডের বাড়িতে সন্ত্রাসী বাহিনী লেলিয়ে দেন অভিযুক্ত সুমন সরকার। সন্ত্রাসীরা বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে এবং বাড়ির গ্যারেজে থাকা একটি প্রাইভেটকারও ভাঙচুর করে। এক পর্যায়ে ওই উদ্যোক্তার কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে অস্বীকার করায় ভূক্তভোগী পরিবারেকে জীবন নাশের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেন এই নারী উদ্যোক্তা। এ অবস্থায় পরিবারের সদস্যদের জান-মাল রক্ষায় অন্তর্বর্তী সরকারের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

সংবাদ সম্মেলনে গাজীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।