চকরিয়ায় বন্যার পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

Posted on August 24, 2024

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়া উপজেলায় বন্যার পানিতে ডুবে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বরইতলী ইউনিয়নের পহরচাঁদা বিবিরখিল এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত্যু হওয়া ওই ছাত্রের নাম মো. আবিদ (১৩)। সে উপজেলার বরইতলি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা টমটম চালক মো. জসিম উদ্দিনের ছেলে। এ ছাড়াও সে শহীদ মনসুর উদ্দিন চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র।

বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছালেকুজ্জামান পানিতে ডুবে শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে তিন শিশু একসঙ্গে বাড়ি থেকে বের হয়ে পহরচাঁদা বাজারের দিকে যাচ্ছিল। তারা পথের মধ্যে বানের পানিতে খেলা করছিল। এক পর্যায়ে রাস্তার ওপর দিয়ে যাওয়া বন্যার প্রবল স্রোতে পড়ে তারা ভেসে যায়। এ সময় দুই শিশু সাঁতরিয়ে কোনো মতে বেঁচে গেলেও হাবিব নামের ছেলেটি পানিতে ডুবে মারা যায়।