সাইফুল ইসলাম তানভীর, মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে পুকুর থেকে উপজেলার সায়েস্তা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আবু সাঈদ আল মামুন টিপুর (৬২) রহস্যজনক মৃত্যুর লাশ উদ্ধার করা হয়েছে। সে সাহরাইল কায়েতপাড়া গ্রামের মৃত. রফিক উদ্দিন আহমদের পুত্র ও ২ পুত্র সন্তানের জনক।
বৃহস্পতিবার (২২ আগষ্ট) দুপুরে ওই ইউনিয়নের সাহরাইল মুন্সিপাড়া এলাকার নিজ বাড়ির পাশের চাচা আফসার উদ্দিনের পুকুর থেকে এলাকাবাসী তার লাশ উদ্ধার করে।
এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, টিপু স্ত্রী-সন্তানসহ ঢাকায় ভাড়া বাসায় থকতেন। মাঝে মধ্যে গ্রামের বাড়িতে এসে একাও থাকতেন। বুধবার দুপুরে টিপু বাড়িতে আসে। রাত সাড়ে ৯টার দিকে চাচা আফসারের বাড়িতে খাবার খেতে যায়। এরপর সে আর বাড়িতে ফিরেনি।
রিপোর্ট লেখা পর্যন্ত সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ব্যাপারে সিংগাইর থানার ওসি মোঃ জিয়ারুল ইসলাম বলেন, পা পিছলে পুকুরের পানিতে ডুবে সে মারা গেছে। মৃত্যু নিয়ে পরিবারের কারো কোনো অভিযোগ না থাকায় তাদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
সিংগাইরে পুকুর থেকে আ'লীগ নেতার লাশ উদ্ধার https://corporatesangbad.com/479979/ |