সাইফুল ইসলাম রদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি: নরসিংদী শিবপুর উপজেলা জয়নগর ইউনিয়ন যোশর উত্তর পাড়া গ্রামের যুবদল নেতা মোমেনের বাড়িতে গতকাল রাতে আওয়ামী লীগের সন্ত্রাসী ও ক্যাডার বাহিনীরা এসে তার বাড়িতে এলোপাত্থারী দেশি অস্ত্র দিয়ে হামলা চালায়। এসময় মোমেনের গর্ভবতী স্ত্রী চৈতী আক্তার আহত হয়।
এদিকে আজ বৃহস্পতিবার সংবাদকর্মীরা যোশর উত্তর পাড়া গ্রামের যুবদল নেতা মেমেন এর বাড়ি গেলে বাড়ির ভাংচুরের চিত্র দেখা যায়।
মোমেনের মা সখিনা বেগম সংবাদকর্মীদের নিকট অভিযোগ করে বলেন, আমার ছেলেকে মিথ্যা, বানোয়াট ভাবে একটি হত্যা মামলায় ফাসিয়ে দেওয়ার চেষ্টা চালিয়েছে সন্ত্রাসীরা। এরই জের ধরে গত রাত আনুমানিক ১.৩০ মিনিটে ২০-৩০ জন সন্ত্রাসীরা আমার ঘরে থাকা আসবাবপত্র ও নগদ ৩ লক্ষ টাকা, স্বর্ণালংকার ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা। এরই মধ্যে আমার পুত্রবধু গর্ভবতী থাকার পরও তারা তাকে নির্যাতন করে। এরই মধ্যে আমি কয়েকজনকে চিনতে পেরেছি, সন্ত্রাসীরা হলেন আসাদের ছেলে মামুনের নেতৃত্বে মোখলেছ (২১), বাবুল (২৮), শাকিল (২৩), শফিকুল (৩২), বিল্লাল (৩৭), সবুজ (২২), সম্প্রাট (২৩), জুনায়েদ (২১) এরা সহ তার পালিত সন্ত্রাসীবাহিনীরা এসে আমার বাড়িতে লুটপাট করে।
এদিকে চৈতী আক্তারের অভিযোগ, আমার স্বামী দীর্ঘদিন যাবৎ প্রবাসে থাকায় এবং বিএনপি করে এই কারনে গত গভীর রাতে ২০-৩০ জনের একটি দল এসে আমার বাড়িতে ভাংচুর করে আমার ড্রয়ারে থাকা স্বর্ণালংকার সহ ৩ লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে যায়। বর্তমানে আমি মানবেতর জীবন যাপন করছি ও আমার স্বামী তাদের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে। তারা যে কোন সময় আমার স্বামীকে প্রাণে মেরে ফেলতে পারে তাই আমি প্রশাসনের নিকট বিচারের দাবী জানাচ্ছি।
এদিকে পথচারী রিক্সা চালক মো. আইনুল মিয়া সংবাদকর্মী রদ্রকে জানান, গত ২ দিন আগে একই এলাকায় একটি হত্যা হয়েছে চারাবাগ এলাকায়। এরই জের ধরে এই বাড়িতে লুটপাট ও ভাংচুর চালানো হয়েছে।
এই বিষয়ে অভিযুক্ত বিল্লালের নিকট ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি এই বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি। বিল্লালের অন্যান্য সহযোগীদের নিকট জানতে চাইলে তারাও এ বিষয়ে কোন মন্তব্য করেননি।
এদিকে মোমেন মিয়ার অভিযোগ যে, বিগত ১৫ বছর যাবৎ এই আসাদের আওয়ামীলীগের সন্ত্রাসী বাহিনীরা বিভিন্ন সংখ্যালঘুদের জায়গা দখল সহ চাঁদাবাজী করে আসছিল। আমি বিএনপির রাজনীতিতে জড়িয়ে আছি বিধায় আমার বাড়িতে তারা পরিকল্পিতভাবে হামলা ও লুটপাট চালিয়েছিল। আমি এই ঘটনার প্রকৃত তদন্ত করে আসামীদের বিরদ্ধে আইনগত ব্যবস্থার দাবি জানাচ্ছি।
এদিকে চৈতী আক্তার গণমাধ্যমকর্মীদের জানান, আমার বাড়িতে হামলা ও লুটপাট হওয়ায় শিবপুর থানায় একটি মামলা করার প্রস্তুতি নিচ্ছি।
এদিকে শিবপুর থানা পুলিশের নিকট ঘটনার বিষয়ে জানতে চাইলে, ঘটনাটি আমরা অবগত আছি। আমাদের নিকট লিখিত আকারে অভিযোগ করলে প্রকৃত আসামীদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে যোশর ইউনিয়নের অধিকাংশ বিএনপি নেতাকর্মীদের অভিযোগ আ. মোমেন একটি সহজ সরল একটি ছেলে। সে বিএনপির রাজনীতিতে জড়িয়ে আছে বিধায় আওয়ামী সমর্থক সন্ত্রাসীরা তার বাড়িতে লুটপাট ও ছিনতাই করে নিয়ে যায়। বর্তমানে তার বাড়িটি ধ্বংসস্তুপে পরিনত হয়েছে। তাই দ্রত সময়ে শিবপুর থানা পুলিশ ও নরসিংদী জেলা পুলিশ সুপার মহোদয়ের নিকট সন্ত্রাসীদের বিরদ্ধে পদক্ষেপ নেয়ার দাবি জানাচ্ছি।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
বিএনপি নেতার বাড়িতে হামলা, স্বর্ণালংকারসহ ৩ লক্ষ টাকা ছিনতাই https://corporatesangbad.com/479903/ |