৭ মাসের মধ্যে সর্বনিম্নে সোনার দাম

Posted on October 4, 2023

অর্থ-বাণিজ্য: বিশ্ব বাজারে স্বর্ণের দাম কমছেই। মঙ্গলবার (৩ অক্টোবর) আরেক দফা কমেছে নিরাপদ আশ্রয় ধাতুটির দর। এতে গত ৭ মাসের মধ্যে সর্বনিম্নে নেমে গেছে স্বর্ণের মূল্য। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।

এতে বলা হয়, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সুদের হার দীর্ঘমেয়াদে উচ্চ থাকতে পারে। ফলে দেশটির মুদ্রা ডলারের মান বেড়েছে। সেই সঙ্গে বন্ড ইল্ড ঊর্ধ্বমুখী হয়েছে। ফলে চাপে পড়েছে বুলিয়ন মার্কেট।

আরও পড়ুন-জেনে নিন কোন দেশের মুদ্রা আজকে বাংলা টাকায় কত

আলোচ্য কার্যদিবসে স্পট মার্কেটে বৈশ্বিক বেঞ্চমার্ক স্বর্ণের দাম হ্রাস পেয়েছে শূন্য দশমিক ১ শতাংশ। প্রতি আউন্সের দর স্থির হয়েছে ১৮২৫ ডলার ০৯ সেন্টে। এর আগে বেঞ্চমার্কটির মূল্য গত মার্চের পর সর্বনিম্ন স্তরে নেমেছিল।

একই কর্মদিবসে ফিউচার মার্কেটে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক স্বর্ণের দরপতন ঘটেছে শূন্য দশিমিক ৩ শতাংশ। আউন্সপ্রতি মূল্য নিষ্পত্তি হয়েছে ১৮৪১ ডলার ৫০ সেন্টে।

গত আগস্টে মার্কিন মুলুকে অপ্রত্যাশিতভাবে চাকরির সংখ্যা বেড়েছে। এতে স্পষ্ট, ইউএস শ্রমবাজার আঁটসাট রয়েছে। ফলে সুদের হার বাড়াতে বাধ্য হতে পারে ফেড।

বিশ্ববিখ্যাত আর্থিক প্রতিষ্ঠান ও এএনডিএ’র জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক এডওয়ার্ড মোয়া বলেন, আবার সুদের হার বৃদ্ধি করতে পারে ফেড। তবে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে মন্দার আশঙ্কা কম রয়েছে। ফলে মূল্যবান ধাতুগুলোর বাজার চাপে পড়েছে।

আরও পড়ুন: ডলারের বিপরীতে আরও কমতে পারে টাকার মান

স্বর্ণকে বলা হয় দুঃসময়ের বন্ধু। চড়া মূল্যস্ফীতি এবং অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে গুরুত্বপূর্ণ ধাতুটির দাম বেড়ে যায়। ফলে সঙ্কটকালে এটি ভীষণ কাজে লাগে। 

তবে সুদের হার বাড়ালে চাপে পড়ে স্বর্ণ। কারণ, এতে ডলারের মূল্যমানে উত্থান ঘটে। ট্রেজারি ইল্ডও ঊর্ধ্বগামী হয়। ফলে অন্যান্য মুদ্রা ধারণকারীদের কাছে দামি ধাতুটি রাখা ব্যয়বহুল হয়ে পড়ে।

কর্পোরেট সংবাদ/এএইচ