বন্যায় ছয় জেলায় ক্ষতিগ্রস্ত প্রায় ১৮ লাখ মানুষ

Posted on August 22, 2024

কর্পোরট সংবাদ ডেস্ক: দেশের বন্যাকবলিত ছয়টি জেলায় এখন পর্যন্ত অন্তত ১৭ লাখ ৯৬ হাজার ২৪৮ জন ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) সকাল পর্যন্ত বন্যা পরিস্থিতি নিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে গত মঙ্গলবার থেকে সৃষ্ট বন্যায় ক্ষয়ক্ষতির তথ্য তুলে ধরা হয়েছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বন্যা আক্রান্ত জেলা হলো ছয়টি। কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী ও মৌলভীবাজার জেলা বন্যাকবলিত হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ছয় জেলার ৪৩টি উপজেলা বন্যায় প্লাবিত। এসব জেলায় এক লাখ ৮৯ হাজার ৬৬৩টি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা ১৭ লাখ ৯৬ হাজার ২৪৮ জন। আর বন্যার পানিতে ডুবে ফেনী জেলার ফুলগাজী উপজেলায় একজনের মৃত্যু হয়েছে।

আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এ ছাড়া দেশের উত্তর-পূর্বাঞ্চল ও পূর্বাঞ্চলের প্রধান নদীগুলোর পানি বাড়ছে।