গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবেরাধ করেছে টিএনজেড অ্যাপারেলস পোশাক কারখানান শ্রমিকরা।
বৃহস্পতিবার (২২ আগস্ট) সকাল ৯টার দিকে শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। এতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে যানচলাচল বন্ধ হয়ে যায়। এতে করে সকাল থেকে ভোগান্তিতে পরে যাত্রীরা।
শ্রমিকরা জানায়, টিএনজেড গ্রুপে আমরা কয়েক হাজার কাজ করি। আমাদের কারখানার শ্রমিকদের জুলাই মাসের বেতন কয়েকদিন ধরে পরিশোধ করার থাকলেও আমাদের বেতন পরিশোধ না হওয়ায় আমরা আন্দোলন করছি।
ঘটনাস্থলে শ্রমিকদের সঙ্গে শিল্প পুলিশ আলোচনা করছে। এছাড়াও শ্রমিক অসন্তোষ নিরসনে মালিক পক্ষ, শ্রমিক পক্ষ ও শিল্প পুলিশের সাথে সমন্বয় করার চেষ্টা চলছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবেরাধ https://corporatesangbad.com/479835/ |