সূচকের বড় পতনে লেনদেন শেষ

Posted on August 20, 2024

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে টাকার পরিমাণে লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৭টি কোম্পানির ১৫ কোটি ৩৬ লক্ষ ১৫ হাজার ২৮৪টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৫১৮ কোটি ৬১ লক্ষ ৬ হাজার ৩৫৮ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ৬০.১৪ পয়েন্ট কমে ৫৭১৫.৩৬ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ২৭.৮৭ পয়েন্ট কমে ২০৯৩.২৭ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ১৬.৪৬ পয়েন্ট কমে ১২২৯.৬০ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬৪টির, কমেছে ৩০১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো: জিপি, ব্র্যাক ব্যাংক, জেএমআই হসপিটাল, বিএটিবিসি, স্কয়ার ফার্মা, সিটি ব্যাংক, রেনেটা, রবি অজিহাটা, সী পার্ল বীচ ও অ্যাসোসিয়েটেড অক্সিজেন।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: আমান ফিড, দেশ গার্মেন্টস, এনআরবি ব্যাংক, আল-আরাফা ইসলামি ব্যাংক, লুব-রেফ, মিডল্যান্ড ব্যাংক, প্রগতী লাইফ ইন্স্যুরেন্স, নাভানা ফার্মা, সায়হাম কটন ও আল-হাজ¦ টেক্সটাইল।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ড, ইসলামি ব্যাংক বাংলাদেশ, আইডিএলসি, এনটিসি, হাইডেলবার্গ মেটেরিয়েলস, ইউনিয়ন ব্যাংক, বেক্সিমকো ফার্মা, শাইনপুকুর সিরামিক, রূপালী লাইফ ইন্স্যুরেন্স ও ওরিয়ন ইনফিউশন।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬৯২৬৫৫২৬০৬৯৭৫.০০।