কর্পোরেট সংবাদ ডেস্ক: বিশ্বব্যাপি কেমব্রিজ আইজিসিএসই, ‘ও লেভেল’, ইন্টারন্যাশনাল এএস এবং ‘এ লেভেল’ জুন সেশন পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে কেমব্রিজ ইন্টারন্যাশনাল এডুকেশন। বিশ্বব্যাপি ২০২৪ সালের জুন সেশনে কেমব্রিজ আন্তর্জাতিক পরীক্ষায় অংশ নেয় ১.৬ মিলিয়ন শিক্ষার্থী, যা গত বছরের তুলনায় ৯% বেশি।
কেমব্রিজ ‘ও লেভেল’ এবং আইজিসিএসইতে বাংলাদেশে সর্বোচ্চ গৃহীত বিষয় ছিল বাংলা, ইংলিশ ল্যাংগুয়েজ ও গণিত। অন্যদিকে, কেমব্রিজ ইন্টারন্যাশনাল এএস এবং ‘এ লেভেল’ পরীক্ষায় সর্বোচ্চ গৃহীত বিষয় ছিল গণিত, পদার্থবিদ্যা ও রসায়ন।
এ প্রসঙ্গে কেমব্রিজ ইন্টারন্যাশনাল এডুকেশনের গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর রড স্মিথ বলেন, “বাংলাদেশের যেসব শিক্ষার্থীরা ফলাফল পেয়েছে তাদের সবাইকে অভিনন্দন। একইসাথে, শিক্ষার্থীদের এই সাফল্যের নেপথ্যে থাকা কেমব্রিজ কমিউনিটির সব শিক্ষকদের বিশেষ ধন্যবাদ জানাই। বর্তমান এই পরিবর্তনশীল বিশ্বের উন্নয়ন ও কল্যাণে ভূমিকা রাখতে আন্তর্জাতিক শিক্ষা লাভে তরুণদের আগ্রহ দেখে আমি ভীষণ আনন্দিত।”
কেমব্রিজ-এর দক্ষিণ এশিয়ার ম্যানেজিং ডিরেক্টর অরুণ রাজামনি বলেন, “কেমব্রিজ ইন্টারন্যাশনাল জুন ২৪ পরীক্ষা সেশনে বাংলাদেশের অসাধারণ অর্জনগুলো শিক্ষার্থী, শিক্ষক, সাপোর্ট স্টাফ এবং অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টারই প্রতিফলনস্বরূপ। তাই সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন এবং সব শিক্ষার্থীদের তাদের পরবর্তী যাত্রার জন্য শুভকামনা।”
আন্তর্জাতিক পরীক্ষা বোর্ড হিসেবে কেমব্রিজ বিশ্বব্যাপি বিশ্ববিদ্যালয়গুলোর সাথে কাজ করে, এবং শিক্ষার্থীরা যাতে বিশ্ববিদ্যালয় ও এর পরবর্তী সময়ে প্রয়োজনীয় যোগ্যতা ও দক্ষতাগুলো আয়ত্ত্ব করতে পারে আমরা তা নিশ্চিতে সাহায্য করি। একাডেমিক জ্ঞানের পাশাপাশি, কেমব্রিজ প্রোগ্রামগুলো সমস্যা সমাধান, সমালোচনামূলক চিন্তাভাবনা, স্বতন্ত্র গবেষণা, সহযোগিতা এবং যুক্তি উপস্থাপনের মতো দক্ষতা বিকাশে জোর দেয়, যা শিক্ষার্থীদের ভবিষ্যত জীবনের জন্য প্রস্তুত হতে সাহায্য করে। জলবায়ু পরিবর্তন শিক্ষা নিয়ে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাথে আমাদের কাজগুলোর মাধ্যমে আমরা শিক্ষার্থীদের স্থানীয় ও বৈশ্বিক জলবায়ু পরিবর্তন চ্যালেঞ্জগুলো মোকাবিলায় প্রস্তুত করে তুলতে ভূমিকা রাখছি।
কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ও একটি অলাভজনক সংস্থার অংশ হিসেবে কেমব্রিজের আন্তর্জাতিক পরীক্ষায় ১৬০ বছরেরও অধিক অভিজ্ঞতা রয়েছে এবং প্রতিবছর ১৬০টি দেশে প্রায় ১ মিলিয়ন শিক্ষার্থীদের যোগ্যতা প্রদান করে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
৪ পরীক্ষার ফল প্রকাশ করলো ক্যামব্রিজ https://corporatesangbad.com/479496/ |