সাইফুল ইসলাম তানভীর, মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইর উপজেলার তালেবপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.কোহিনুর ইসলামের বিরুদ্ধে নানা অভিযোগ এনে তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
সোমবার (১৯ আগস্ট) সকাল ১১টার দিকে তালেবপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।
জানা যায়, বিভিন্ন সময়ে নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ এনে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করলে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবুল কালাম শামসুদ্দিন তাদের শান্ত করতে বক্তব্য রাখেন। এ সময় আরিফুল ইসলাম রঞ্জুর সঞ্চালনায় বক্তব্যে সভাপতি শিক্ষার্থীদের ১১টি অভিযোগ খতিয়ে দেখে আইনের মাধ্যমে প্রধান শিক্ষককে অপসারণের আশ্বাস দিয়ে শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যেতে বলেন। এ সময় আরো বক্তব্য রাখেন- তালেবপুর ইউপির সাবেক চেয়ারম্যান মো.মোশারফ হোসেন,স্কুলের ব্যবস্থাপনা কমিটির সদস্য সৈয়দ আহমেদ মোল্লা,স্থানীয় সায়েদুজ্জামান স্বপন, জেহের আলী ও স্কুল শিক্ষক মঞ্জরুল ইসলাম।
অভিযোগের বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.কোহিনুর ইসলামের মুঠো ফোনে যোগাযোগ করার চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।
সহকারি প্রধান শিক্ষক জুলেখা বেগম বলেন, শিক্ষার্থীদের অভিযোগ কিছু সত্য কিছু সত্য না।
এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবিএম আব্দুল হান্নান বলেন, প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ থাকলে ম্যানেজিং কমিটি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিবে।
উপজেলা নির্বাহি অফিসার পলাশ কুমার বসূ বলেন, স্কুলের বিষয়টি সংশ্লিষ্ট ম্যানেজিং কমিটি দেখবে। তারপর আমাদের কাছে বললে বিধি মোতাবেক ব্যবস্থা নিব।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
সিংগাইরে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ https://corporatesangbad.com/479391/ |