বগুড়া প্রতিনিধি: বগুড়ার আদমদীঘির সান্তাহারে ১৬৫ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে রেলওয়ে থানা পুলিশ।
সোমবার সকালে মাদকদ্রব্য আইনে মামলায় তাদের আদালত পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো- দিনাজপুর জেলার পার্বতীপুর থানার বাবুপাড়া গ্রামের মোঃ শফিকের ছেলে আব্দুল কাদের (৩৬) ও একই গ্রামের রহমত আলীর মেয়ে সুমা আক্তার (২৫)।
সান্তাহার রেলওয়ে থানার উপ-পরিদর্শক নরেন চন্দ্র দেবনাথ জানান, রবিবার দুপুরে কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে দুই মাদক কারবারি ফেনসিডিল বহন করে কোথাও যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনের ৩নং প্লাটফর্মে ট্রেনটি পৌঁছালে ওই ট্রেনে অভিযান চালানো হয়। এসময় ওই ট্রেনের ছ বগিতে তল্লাশি করে উক্ত পরিমাণ নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাদের নামে মাদক আইনি মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
বগুড়ায় ট্রেনে অভিযান চালিয়ে ১৬৫ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ২ https://corporatesangbad.com/479371/ |