ডিএসই চেয়ারম্যান হাসান বাবুর পদত্যাগ

Posted on August 19, 2024

পুঁজিবাজার ডেস্ক: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মো. হাসান বাবু পদত্যাগ করেছেন। গতকাল রোববার (১৮ আগস্ট) তিনি মেইলে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মোহসীন চৌধুরী বরাবর পদত্যাগ পত্র জমা দিয়েছেন।

আজ সোমবার (১৯ আগস্ট) এ বিষয়টি ডিএসইর উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান ও বিএসইসির নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম নিশ্চিত করেছেন।

২০২৩ সালের ৫ মার্চ ডিএসই ডিএসইর ১০৫৪তম পরিচালনা পর্ষদ সভায় তাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়।

ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজী অনুষদের ডিন এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত আছেন৷ এছাড়াও তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত সিনেট সদস্য এবং বাংলাদেশ আ্যাক্রেডিটেশন কাউন্সিলে রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগকৃত খন্ডকালীন সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন৷