দর বৃদ্ধির শীর্ষে দেশবন্ধু পলিমার

Posted on October 3, 2023

শেয়ারবাজার ডেস্ক: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (০৩ অক্টোবর) লেনদেনে অংশ নেওয়া ৩০২টি প্রতিষ্ঠানের মধ্যে ৩৮টি শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। এদিন সর্বোচ্চ দর বেড়েছে দেশবন্ধু পলিমার লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন দেশবন্ধু পলিমারের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ১ টাকা ৮০ পয়সা বা ১৮.৩৪ শতাংশ। ফলে দর বৃদ্ধির শীর্ষে রয়েছে কোম্পানিটি।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রেনউইক যজ্ঞেস্বরের শেয়ারদর বেড়েছে ৭.৪৯ শতাংশ। আর ৭.৪৩ শতাংশ শেয়ারদর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে নর্দান ইসলামী ইন্সুরেন্স।

এদিন ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- ন্যাশনাল টি কোম্পানি, ফাইন ফুডস, প্রিমিয়ার সিমেন্ট, লিব্রা ইনফিউশন, সি পার্ল রিসোর্ট, বাংলাদেশ অটোকার্স এবং মুন্নু এগ্রো।

কর্পোরেট সংবাদ/ এএইচ