আন্দোলনরত শিক্ষার্থীদের বিনামূল্যে আইনি সহায়তায় আবুল হোসেন অ্যাসোসিয়েটস

Posted on August 18, 2024

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় বৈষম্য বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের বিনামূল্যে আইনি সহায়তা দিয়েছেন অ্যাডভোকেট মো. আবুল হোসেন অ্যাসোসিয়েটস।

রোববার (১৮ আগস্ট) সাতক্ষীরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত হয়ে হাজিরা দেন ২৯ জন শিক্ষার্থী। তবে আজও তাদের মামলার নিষ্পত্তি হয়নি।

এর আগে, গত বৃহস্পতিবার ১৮ জুলাই আন্দোলনরত শিক্ষার্থীদের নামে সাতক্ষীরা সদর থানায় হওয়া মামলায় তাদের বিনামূল্যে এ আইনি সহায়তা প্রদান করেন আবুল হোসেন অ্যাসোসিয়েটস।

সাতক্ষীরা জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শহিদ হাসান বাবু জানান, জীবনের ঝুঁকি নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গ্রেফতার হওয়া শিক্ষার্থীদের পাশে ছিলাম এবং কোন ধরনের পারিশ্রমিক ছাড়া আইনি সহায়তা দিয়েছি। আজ যদি শিক্ষার্থীরা সফল না হতো তাহলে তাদের সাথে আমাদেরও জেলখানায় থাকতে হতো। আমরা তাদের মামলা লড়েছিলাম বলে বিভিন্ন হয়রানির শিকার হয়েছি। বাড়িতে থাকতে পারিনি এমনকি আমাদের এড.আরিফুর রহমান আলোকে গ্রেফতার করে রিমান্ডে নেওয়া হয়েছিল। অ্যাডভোকেট আবুল হোসেন এসোসিয়েটের পক্ষ থেকে তাদেরকে বিনামূল্যে সবসময় আইনি সহায়তা দেওয়া হবে।