মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার পান্তাপাড়া আমড়াখালী বিজিবি চেকপোস্টের সামনে থেকে তপন মন্ডল (৪০) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছেন বিজিবি সদস্যরা। এ সময় তার কাছ থেকে ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে।
আটক তপন মন্ডল ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার পেট্রোপোল থানার নরহরিপুর গ্রামের সন্তোষ মন্ডলের ছেলে।
বিজিবি সূত্র জানায়, শুক্রবার রাত ৮টার দিকে আমড়াখালী চেকপোস্টের সামনে বেনাপোল থেকে যশোরমুখী একটি লোকাল বাস তল্লাশি করেন বিজিবি সদস্যরা। এ সময় বাসের ভেতর থেকে সন্দেহভাজন তপন মন্ডল নামে একজন যাত্রীকে আটক করেন তারা। পরে তার কাছে থাকা কালো রঙের প্লাস্টিকের ব্যাগে তল্লাশি চালিয়ে দুই বোতল ভ্যাট ৬৯ এবং ২৪ প্যাকেট অফিসার্স চয়েজ মদ উদ্ধার করা হয়। আটক তপন মন্ডল পাসপোর্টের মাধ্যমে কৌশলে মদ নিয়ে বাংলাদেশে এসেছিলেন।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
শার্শায় মদসহ ভারতীয় নাগরিক আটক https://corporatesangbad.com/478856/ |