মোঃ হাফিজ, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: ১৫ আগস্ট ঘিরে গলাচিপায় দেখা যায়নি আ.লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের। তাদের দলীয় কার্যালয়ে নেই কারো উপস্থিতি। ভঙ্গুর অবস্থায় পড়ে আছে কার্যালয়।
বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গণহত্যার অভিযোগ শেখ হাসিনার বিচারের দাবিতে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল পৃথকভাবে মিছিল করেছে। উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা কার্যালয়ে শেষ হয়।
এ সময় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি ও বীরমুক্তিযোদ্ধা মো: সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক ও বীরমুক্তিযোদ্ধা আ: ছত্তার হাওলাদার , পৌর সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, মাকসুদ তালুকদার, শাহিন খন্দকার, সবুজ প্যাদা, সহিদুল ইসলাম, মাসুদ রানা, আলী জিন্নাহ, মাসুম বিল্লাহ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাবু আশীষ কুমার সাহা উপজেলা যুবদলের সদস্য সচিব, শাহাবুদ্দিন শিকদার উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক, মীর জাহিদুল ইসলাম নয়ন উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক, পৌর যুবদলের আহবায়ক জাহিদুল ইসলাম, পৌর যুব দলের যুগ্ন আহবায়ক ভাষান মাহমুদ, পৌর যুব দলের সদস্য মাহাবুবুর রহমান বাবুল ও শ্রমিক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ, পৌর শ্রমিক দলের দলের সভাপতি মো. আহসান হাবিব, সাধারণ সম্পাদক ফোরকান খলিফা যুবদল নেতা ইউসুফ সিকদার, যুবদল সদস্য মোঃ রিয়াজ, মোঃ সোহাগ মোঃ সুমন প্রমুখ।
এময় বক্তারা বলেন, ১৫ আগস্টকে কেন্দ্র করে আ. লীগের যে কোনো প্রকার ষড়যন্ত্র প্রতিহত করতে গলাচিপা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মাঠে আছে।
নেতাকর্মীরা বলছেন, শোক দিবসের নামে গলাচিপায় কোনো প্রকার অরাজকতা সৃষ্টি করতে যেন না পারে সেই ব্যাপারে সজাগ রয়েছে বিএনপি।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
গলাচিপায় মাঠে নেই আ.লীগ, কঠোর অবস্থানে বিএনপি https://corporatesangbad.com/478683/ |