সূচকের পতনে লেনদেন শেষ

Posted on August 15, 2024

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৫ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে টাকার পরিমাণে লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৮ টি কো¤পানির ২৭ কোটি ৪৩ লক্ষ ১৬ হাজার ৪২১টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৯৯৯ কোটি ১ লাখ ৩৬ হাজার ৫৪০ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ৪৮.৯৪ পয়েন্ট কমে ৫৯০৩.৮৪ ডিএস-৩০ মূল্য সূচক ১৭.৭০ পয়েন্ট কমে ২১৭৯.৩৫ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৫.৬২ পয়েন্ট কমে ১২৬৪.৭২ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কো¤পানির মধ্যে দাম বেড়েছে ৯১টির, কমেছে ২৭৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো: গ্রামীণ ফোন, ব্র্যাক ব্যাংক, হাইডেলবার্গ সিমেন্ট, ইউনিলিভার কনজ্যুমার, স্কয়ার ফার্মা, ডিবিএইচ, মেরিকো বাংলাদেশ, বিএটিবিসি, সিটি ব্যাংক ও টেকনো ড্রাগ।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: ডিবিএইচ, ফনিক্স ফাইন্যান্স, অলিম্পিক ইন্ডাঃ, জেএমআই সিরিঞ্জ, কাশেম ইন্ডাঃ, সিঙ্গার বিডি, সায়হাম কটন, স্কয়ার টেক্সটাইল, হাইডেলবার্গ সিমেন্ট ও মেরিকো বাংলাদেশ।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: ডেল্টা লাইফ ইন্সুঃ, সোনালি লাইফ ইন্সুঃ, আইসিবি, ওরিয়ন ইনফিউশন, লিব্রা ইনফিউশন, আল-হাজটেক্স, এশিয়া প্যাসেফিক ইন্সুঃ, নিউ লাইন, পপুলার লাইফ ইন্সুঃ ও প্যারামাউন্ট ইন্সুঃ।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৭০৪৬০৭৩৮০৭২৭৭.৪০।