লেনদেনের শীর্ষে গ্রামীণফোন

Posted on August 15, 2024

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে গ্রামীণফোন লিমিটেড। এদিন ব্যাংকটির আজ ৮৫ কোটি ৫২ লাখ ৬৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৫ আগস্ট ) ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ব্রাক ব্যাংক পিএলসি। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৬৭ কোটি ৭৩ লাখ ৫৬ হাজার টাকার।

৪২ কোটি ৭৫ লাখ ২৪ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস পিএলসি।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ইউনিলিভার কনজিউমার, স্কয়ার ফার্মা, ডিবিএইচ ফাইন্যান্স, ম্যারিকো বাংলাদেশ, ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো, সিটি ব্যাংক, টেকনো ড্রাগস লিমিটেড।