September 17, 2024 - 10:37 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিরাজনীতিতাড়াশে বিএনপির শান্তি মিছিল

তাড়াশে বিএনপির শান্তি মিছিল

spot_img

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা বিএনপির ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে এক শান্তি মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ আগস্ট’) সকালে উপজেলার মহরী মোড় এলাকা থেকে শত শত নেতা কর্মীর সমন্বয়ে একটি শান্তি মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে তাড়াশ প্রেসক্লাব চত্ত্বরে এক আলোচনা সভায় বিএনপির নেতারা বক্তব্যে রাখেন।

এতে সভাপতিত্ব করেন তাড়াশ উপজেলা বিএনপির সভাপতি স.ম আফসার আলী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, তাড়াশ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আমিনুর রহমান টুটুল, উপজেলা যুবদলের আহবায়ক এফএম শাহআলম।

আর এ সংক্ষিপ্ত সমাবেশে আরো উপস্থিত ছিলেন, তাড়াশ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মো. দুলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক প্রভাষক সাইদুর রহমান, জিয়াউর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক প্রভাষক ওবায়দুর রহমান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রাজিব আহমেদ মাসুম, যুগ্ম সম্পাদক শুকুর মির্জা, তারেক আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. শাহাদৎ মন্ডল, উপজেলা ছাত্রদলের আহব্বায়ক জাহিদ ফকির, সদস্য সচিব খন্দকার শাহাদৎ হোসাইন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাসান মির্জা, পৌর ছাত্রদলের আহবায়ক মো. মুহিদ প্রমূখ।’

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ