লাহোরে বাংলাদেশ দলকে ফুলেল শুভেচ্ছা

Posted on August 14, 2024

স্পোর্টস ডেস্ক : দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তানের লাহোর পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। মঙ্গলবার (১৩ আগস্ট) সেখানে পৌঁছার পর বাংলাদেশ দলকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। নিজ দেশে অস্থিরতার কারণ অনুশীলনের লক্ষ্যে নির্ধারিত সময়ের চার দিন আগেই পাকিসতান পৌঁছেছে বাংলাদেশ দল।

সরকার পতনের পর দেশে অস্থিরতার কারণে দেশে ক্রিকেটারদের নিরাত্তা নিয়ে শংকা সৃস্টি হয়। এমন অবস্থায় পাকিস্তান ক্রিকেট বোর্ড(পিসিবি) নির্ধারিত সূচির আগেই দলকে সেখানে পৌঁছানোর প্রস্তাব দেয় বাংলাদেশকে।

পিসিবির প্রস্তাবে সাড়া দিয়ে লাহোরে দলের অনুশীলনের সূচি ঠিক করে বিসিবি। আগামীকাল অনুশীলন শুরু করবে টাইগাররা। প্রথম টেস্টের ভেন্যু রাওয়ালপিন্ডিতে ১৭ আগস্ট রওনা হওয়া আগে ১৬ আগস্ট পর্যন্ত লাহোরে অনুশীলন করবে বাংলাদেশ দল।

রওয়ালপিন্ডিতে ২১ আগস্ট প্রথম ও ৩০ আগস্ট করাচিতে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে।

এদিকে বাংলাদেশ দলের পেসার শরিফুল ইসলাম আগামীকাল পাকিস্তানের উদ্দ্যেশে দেশ ছাড়বে। দুবাই হয়ে শরিফুল বৃহস্পতিবার পাকিস্তান পৌঁছাবে বলে ধারনা করা হচ্ছে। তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানও একই দিন দলে যোগ দেবেন বলে মনে করা হচ্ছে।

বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ।