বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালকের শাস্তির দাবীতে মানববন্ধন

Posted on August 13, 2024

নিজস্ব প্রতিবেদক : স্বৈরাচারের দোসর এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় বিরোধিতাকারী বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) এর সাবেক মহাপরিচালক ড. মোঃ শাহজাহান কবীরের শাস্তির দাবীতে মানববন্ধন করেছেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) এর সর্বস্তরের নির্যাতিত বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকবৃন্দ।

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে বাংলাদেশ কৃষি গবেষণার প্রধান ফটকে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) এর মুখ্য বৈজ্ঞানিক শস্যমান ও পুষ্টি বিভাগের ড. আনারুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন গবেষক পরিচালনা ড. খালেকুজ্জামান, পরিচালক প্রশাসন ড. আব্দুল লতিফ।

মানববন্ধনে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) এর সর্বস্তরের নির্যাতিত বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকবৃন্দ অংশগ্রহণ করেন।