পাপনসহ পরিচালকদের পদত্যাগ চেয়ে মিরপুরে বিক্ষোভ

Posted on August 13, 2024

স্পোর্টস ডেস্ক : দেশের রাজনৈতিক বাস্তবতা বদলে যাওয়ার পর বিভিন্ন জায়গায় পদত্যাগের হিড়িক পড়েছে। শেখ হাসিনা ক্ষমতা ছাড়ার পর কমবেশি বেশিরভাগ প্রতিষ্ঠানেই রদবদল এসেছে। এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও সংস্কার দাবি উঠেছে।  

আজ সকাল ১১টা থেকে বিসিবির সামনে অবস্থান নিয়েছেন ক্রীড়া সংগঠক এবং ক্রীড়াপ্রেমীরা।

মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামের দুই নম্বর গেটে অবস্থান নেন তারা। এ সময় ছিলেন সাবেক ফুটবল দলের অধিনায়ক আমিনুল ইসলাম। ছিলেন ক্রীড়া সংগঠক রফিকুল ইসলাম বাবু, তরিকুল ইসলাম টিটুরা। তাদের নিয়ে আসা ব্যানারে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ছাড়াও বিভিন্ন বোর্ড পরিচালকের পদত্যাগের দাবি তোলা হয়েছে।

শুধু পাপন নন, সেখানে পদত্যাগের দাবি উঠে ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুসের বিরুদ্ধেও। এ ছাড়া বয়সভিত্তিক দলের দায়িত্বে থাকা ওবায়েদ নিজামও আছেন এ তালিকায়। দাবি তোলা হয় বাকি পরিচালকদের পদত্যাগ নিয়েও।

এদিকে, বিসিবির নিরাপত্তার জন্য স্টেডিয়ামের অফিসের সামনে আজও পাহারায় আছে বাংলাদেশ সেনাবাহিনী। এই মুহূর্তে চিন্তার বিষয় টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে। কেননা আগামী অক্টোবরে বাংলাদেশের মাটিতে আয়োজনের কথা রয়েছে নারী বিশ্বকাপ। যদিও দেশের অস্থিতিশীল পরিস্থিতিতে বিশ্বকাপ আয়োজন নিয়ে শঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।