সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে তৃতীয় দফায় আবারো বাড়ছে যমুনা নদীর পানি। বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে এক সপ্তাহ ধরে যমুনায় পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, যমুনা নদীর সিরাজগঞ্জ শহর রক্ষা বাধ পয়েন্টে মঙ্গলবার (১৩ আগস্ট') সকালে পানির সমতল রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৯৯ মিটার। এ পয়েন্টে ২৪ ঘণ্টায় পানি বেড়েছে ২ সেন্টিমিটার। এতে যমুনার পানি বিপৎসীমার ৯১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
অন্যদিকে কাজীপুর যমুনা নদীর মেঘাই ঘাট পয়েন্টে পানির সমতল রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৫৪ মিটার। এ পয়েন্টে ২৪ ঘণ্টায় পানি স্থির রয়েছে। এতে মেঘাই ঘাট পয়েন্টে যমুনার পানি বিপৎসীমার ১২৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।'
যমুনায় পানি বাড়ার বিষয়টি নিশ্চিত করে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মাহবুবুর রহমান তিনি বলেন, এক সপ্তাহ ধরে সিরাজগঞ্জে যমুনার দুটি পয়েন্টেই পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। আগামী ৫-৭দিন যমুনায় পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। তবে এসময়ে বন্যার আশঙ্কা নেই।'
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
সিরাজগঞ্জে আবারো বাড়ছে যমুনার পানি https://corporatesangbad.com/478239/ |