বিশ্ব যুবকদের বেকারত্বের হার ১৫ বছরের মধ্যে সর্বনিম্ন

Posted on August 13, 2024

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বব্যাপী যুবকদের বেকারত্বর হার ১৫ বছরের সর্বনিম্নে রয়েছে। জাতিসংঘ সোমবার বলেছে, সমগ্র বিশ্ব এখনও কোভিড-১৯ মহামারির মন্দা কাটিয়ে উঠতে পারেনি। জাতিসংঘের শ্রম সংস্থা বলেছে, ১৫ থেকে ২৪ বছর বয়সী যারা কর্মসংস্থান, শিক্ষা বা প্রশিক্ষণে (এনইইটি) নেই তাদের সংখ্যা উদ্বেগজনক। কোভিড -১৯-এর পর মহামারি থকে অর্থনৈতিক পুনরুদ্ধার বিশ্বের সব অঞ্চলে করতে পারেনি।

আন্তর্জাতিক শ্রম সংস্থা বলেছে, ‘কিছু নির্দিষ্ট অঞ্চলের যুবক এবং অনেক তরুণী অর্থনৈতিক পুনরুদ্ধারের সুবিধা দেখতে পাচ্ছেন না।’
আইএলও বলেছে, ২০২৩ সালে ৬৪ দশমিক ৯ মিলিয়নে, বিশ্বব্যাপী মোট বেকার যুবকদের সংখ্যা সহস্রাব্দের শুরুর পর থেকে সর্বনি¤œ ছিল।

সংস্থাটি আরো জানায়, ১৩ শতাংশে গত বছর বেকারত্বের হার ১৫ বছরের মধ্যে সর্বনি¤œ এবং ২০১৯ সালে প্রাক-মহামারিকালে বেকারত্বের হার ১৩ দশমিক ৮ শতাংশের নীচে নামে।

আন্তর্জাতিক শ্রম সংস্থা আরো জানিয়েছে, ‘বেকারত্বের হার এই বছর এবং পরের বছর আরও ১২ দশমিক ৮ শতাংশে নেমে যাওয়ার আশা করা হচ্ছে।’