মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা এলাকা থেকে ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
বুধবার (১১ জানুয়ারি) সকাল ৯ টা ১০ মিনিটের সময় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে চকরিয়া উপজেলার ডুলাহাজরা বন বিভাগের চেকপোস্টে গোপন সংবাদের ভিত্তিতে যাত্রীবাহী লেগুনা গাড়ি তল্লাশি চালিয়ে ৭৬০০ পিস ইয়াবাসহ আজিজুল হক ভুট্টো(৪২) নামে এক ব্যক্তিকে আটক করেছে চকরিয়া থানা পুলিশ।
আটককৃত আজিজুল হক ভুট্টো চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের সিকদার পাড়ার মৃত মোজাফফর আহমেদের ছেলে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চন্দন কুমার চক্রবর্তী বলেন, কক্সবাজার থেকে সকালে ইয়াবা নিয়ে চকরিয়া আসার সময় চকরিয়া থানা পুলিশ গোপন সূত্রে খবর পাওয়ার সাথে কথা ডুলাহাজারা বন বিভাগের অফিসের সামনে অবস্থান করে।
চকরিয়াগামী যাত্রীবাহী লেগুনাটি ডুলাহাজারা বন বিভাগের অফিসের সামনে আসলে পুলিশ তল্লাশি চালিয়ে ৭৬০০ পিস ইয়াবাসহ আজিজুল হক ভুট্টো নামে এ ব্যক্তিকে আটক করা হয়েছে।তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হচ্ছে এবং তাকে আদালতে প্রেরণ করা হবে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
চকরিয়ায় ইয়াবাসহ আটক ১ https://corporatesangbad.com/4782/ |