সূচকের বড় পতনে লেনদেন শেষ

Posted on August 12, 2024

পুঁজিবাজার ডেস্ক : সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১২ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমাণে লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৪০৩ টি কো¤পানির ৪৪ কোটি ৩৫ লক্ষ ১২ হাজার ৮৮১টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ১১৪৩ কোটি ২ লাখ ৩১ হাজার ২০ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ৮৩.৬৩ পয়েন্ট কমে ৫৯৩২.২৮ ডিএস-৩০ মূল্য সূচক ৩০.৮২ পয়েন্ট কমে ২১৫৩.৫৪ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ১৪.৪৬ পয়েন্ট কমে ১২৭০.৮১ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কো¤পানির মধ্যে দাম বেড়েছে ৫৩টির, কমেছে ৩৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- গ্রামীণ ফোন, ব্র্যাক ব্যাংক, টেকনো ড্রাগ, রবি এক্সিয়াটা, আইএফআইসি, বিএটিবিসি, স্কয়ার ফার্মা, এবি ব্যাংক, কেয়া কসমেটিকস ও আলিফ ইন্ডাঃ।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- এটলাস বাংলা, ইসলামিক ফাইন্যান্স, এসআইবিএল, প্রগতি লাইফ ইন্সুঃ, এবি ব্যাংক, গ্রামীণ ওয়ান স্কীম-২, মোজাফর হোসেন স্পিনিং, ডেফোডিল কম্পিউটার, ডিবিএইচ ফার্স্ট মি. ফা ও মাইডাস ফাইন্যান্স।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- সেন্ট্রাল ফার্মা, এসবিএসি ব্যাংক, বঙ্গজ লিঃ, মুন্নু সিরামিকস, বেক্সিমকো ফার্মা, ইসলামি ইন্সুঃ, রংপুর ফাউন্ড্রি, আজিজ পাইপস, ওয়াই ম্যাক্স ও কে অ্যান্ড কিউ।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৭০৯৭৬৯৬৮৫৮০০৫.০০।