ব্লকে ৬৪ কোটি টাকার লেনদেন

Posted on October 2, 2023

শেয়ারবাজার ডেস্ক: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ব্লক মার্কেটে ৪৫টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মোট ৬৪ কোটি ৩ লাখ ৫৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে চার কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ ব্লক মার্কেটে বড় লেনদেন করা চার কোম্পানির মধ্যে রয়েছে ইস্টার্ন ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ফরচুন এবং ন্যাশনাল ব্যাংক। আজ এই চার কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ৪০ কোটি ৪৬ লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের প্রায় ৬৩ শতাংশ।

জানা গেছে, এই চার কোম্পানির মধ্যে ইস্টার্ন ব্যাংকের ১৪ কোটি ৭০ লাখ, ট্রাস্ট ব্যাংকের ১৩ কোটি ৫৪ লাখ ৫০ হাজার, ফরচুনের ৮ কোটি ৬৬ লাখ ৯৩ হাজার এবং ন্যাশনাল ব্যাংকের ৪ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যদিকে, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রিপাবলিক ইন্সুরেন্সের ৩ কোটি ৭৫ লাখ ৩৮ হাজার, সোনালী পেপারের ২ কোটি ৭ লাখ ৯০ হাজার, ইউনিয়ন ইন্সুরেন্সের ২ কোটি ৫ লাখ ৩৭ হাজার, বিএসআরএম স্টিলের ১ কোটি ৯১ লাখ ৭০ হাজার, গ্রামীণফোনের ১ কোটি ৬১ লাখ ৫০ হাজার এবং ব্রাক ব্যাংকের ১ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

কর্পোরেট সংবাদ/এএইচ