দর বৃদ্ধির শীর্ষে রিপাবলিক ইন্স্যুরেন্স

Posted on October 2, 2023

শেয়ারবাজার ডেস্ক: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (০২ অক্টোবর) লেনদেনে অংশ নেওয়া ২৮২টি প্রতিষ্ঠানের মধ্যে ৮৭টি শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। এদিন সর্বোচ্চ দর বেড়েছে রিপাবলিক ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন রিপাবলিক ইন্সুরেন্সের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ৫ টাকা ২০ পয়সা বা ৯.৯৬ শতাংশ। ফলে দর বৃদ্ধির শীর্ষে রয়েছে কোম্পানিটি।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ফু-ওয়াং ফুডের শেয়ারদর বেড়েছে ৯.৯২ শতাংশ। আর ৯.৮৬ শতাংশ শেয়ারদর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্স।

এদিন ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- ইস্টার্ন ইন্সুরেন্স, লিব্রা ইনফিউশন, দেশ জেনারেল ইন্সুরেন্স, ইউনিয়ন ইন্সুরেন্স, ন্যাশনাল ফিড মিল, সোনার বাংলা ইন্সুরেন্স এবং এমবি ফার্মা।

কর্পোরেট সংবাদ/এএইচ