চকরিয়া থানার পুলিশি সেবা কার্যক্রম শুরু

Posted on August 10, 2024

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়া থানার পুলিশি সেবা কার্যক্রম শুরু হয়েছে।
শনিবার (১০ আগষ্ট) সকাল ১১ টার সময় পুলিশি সেবর কার্যক্রম উদ্বোধন করেন রামু সেনানিবাস এরিয়া কমান্ডার মেজর জেনারেল শেখ মো: সরওয়ার হোসেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমান্ডার-২ পদাতিক বিগ্রেড ব্রিগেডিয়ার জেনারেল মো: নুরুন্নবী, ১ ইস্ট বেঙ্গলের অধিনায়ক লে: কর্নেল গোলাম কিবরিয়া খন্দকার,৩৯ এসটি ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল কামরুজ্জামান পিটু, কক্সবাজারের পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলাম ও চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলাম।

রামু সেনানিবাস এরিয়া কমান্ডার মেজর জেনারেল সরওয়ার হোসেন বলেন,চকরিয়া থানা বাংলাদেশের একটা বৃহৎ থানা।ফলে এ থানার অধীনস্থ এলাকায় লক্ষ লক্ষ লোকের বসবাস। কোটা আন্দোলনের কারণে সারাদেশের পুলিশের মনোবল দুর্বল হয়ে যায়। ফলে তারা তাদের কার্যক্রম থেকে বিরত থাকে। এমতাবস্থায় মানুষ পুলিশি সেবা থেকে বঞ্চিত হচ্ছে।তাই আমাদের সেনাবাহিনীর সহযোগিতায় পুলিশি সেবা চালু হয়েছে।

তিনি আরো বলেন,চকরিয়া ছাত্র-জনতা থানার কোন ক্ষয়ক্ষতি করে নাই,তারা নিজেরা থানার নিরাপত্তা দিয়েছে। এছাড়া চকরিয়ার থানার পুলিশও কোন ছাত্র-জনতার উপর গুলি করি নাই। চকরিয়া থানার পুলিশ সব সময় জনগণের সেবায় নিয়োজিত ছিল। তাই চকরিয়ার উপজেলার জনসাধারণকে চকরিয়া থানার পুলিশকে সহযোগিতা করার অনুরোধ করেন।