পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৮ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে বেড়েছে টাকার পরিমাণে লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৮ টি কোম্পানির ৫৪ কোটি ৯১ লক্ষ ১১ হাজার ৫৮৩টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ১৬০৬ কোটি ৪৭ লাখ ২৯ হাজার ৮১৩ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ৩০৬.০২ পয়েন্ট বেড়ে ৫৯২৪.৮১ ডিএস-৩০ মূল্য সূচক ১১০.৫৬ পয়েন্ট বেড়ে ২১৩২.৭৩ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৫৫.৭৭ পয়েন্ট বেড়ে ১২৭৪.৯১ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৩৬৪টির, কমেছে ২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৭টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- সিটি ব্যাংক, বিএটিবিসি, টেকনো ড্রাগ, স্কয়ার ফার্মা, সী পার্ল, জেএমআই হসপিটাল, ওরিয়ন ফার্মা, এমটিবি, ব্র্যাক ব্যাংক ও ওরিয়ন ইনফিউশন।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- বীকন ফার্মা, ইবিএল এনআরবি মি. ফা., জেনারেশন নেক্সট, ইসলামিক ফাইন্যান্স, যমুনা ব্যাংক, তিতাস গ্যাস, ইউনাইটেড পাওয়ার, ডেল্টা লাইফ ইন্সুঃ, ডিবিএইচ ও ইউনিয়ন ইন্সুঃ।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- জেমিনী সী ফুড, হামি ইন্ডাস্ট্রিজ, আলিফ ইন্ডাঃ, বেক্সিমকো ফার্মা, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মি. ফা., নিউ লাইন ক্লথিং, লিব্রা ইনফিউশন, শাইনপুকুর সিরামিকস, জুট স্পিনার্স ও মেঘনা কন্ডেন্সড মিল্ক
আজ ডিএসই’র বাজার মূলধন:- ৭০৩৯১৩০৮৬৯১৯০.১০।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
সূচকের সাথে বেড়েছে লেনদেন https://corporatesangbad.com/477679/ |