সূচকের বড় উত্থানে লেনদেন শেষ

Posted on August 7, 2024

পুঁজিবাজার ডেস্ক : সপ্তাহের তৃতীয় কর্মদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে বেড়েছে টাকার পরিমাণে লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৬ টি কোম্পানির ২৭ কোটি ২২ লক্ষ ৩৪ হাজার ২২২টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৭৭৫ কোটি ৫৫ লাখ ৮২ হাজার ৬১১ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ১৯২.৩৭ পয়েন্ট বেড়ে ৫৬১৮.৭৯ ডিএস-৩০ মূল্য সূচক ৮৭.৪৩ পয়েন্ট বেড়ে ২০২২.১৭ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৪২.৫৩ পয়েন্ট বেড়ে ১২১৯.১৪ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৬৬টির, কমেছে ১১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো: বিএটিবিসি, স্কয়ার ফার্মা, রবি এক্সিয়াটা, সিটি ব্যাংক, ডিবিএইচ, একমী ল্যাব, ব্র্যাক ব্যাংক, অগ্নি সিস্টেম, ইবনে সিনা ও লাফার্জ হোলসিম সিমেন্ট।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: এসিআই ফরমুলেশন, আফতাব অটো, মুন্নু সিরামিকস, দেশ গার্মেন্ট, প্রগতি ইন্সুঃ, এসিআই, আইডিএলসি, একমী ল্যাব, মির আকতার ও লংকাবাংলা ফাইন্যান্স।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: ক্রিস্টাল ইন্সুঃ, সোনালি পেপার, সানলাইফ ইন্সুঃ, কোহিনুর কেমিক্যালস, অরিয়ন ইনফিউশন, বীচ হ্যাচারী, জেমিনী সী ফুড, ইন্ট্রাকো রি ফুয়েলিং, হাইডেলবাগ সিমেন্ট ও খান ব্রাদার্স পিপি।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬৭৯০৫৭৮৭৬৩৫৭৩.১০।