কারণ ছাড়াই দর বাড়ছে এমবি ফার্মার

Posted on October 2, 2023

শেয়ারবাজার ডেস্ক: দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত ঔষধ খাতের কোম্পানি এমবি ফার্মাসিউটিক্যালস লিমিটেডের শেয়ারদর ও লেনদেন সাম্প্রতিক সময়ে অস্বাভাবিক বাড়তে দেখা গেছে। তবে এ বৃদ্ধির পেছনে অপ্রকাশিত কোনো মূল্যসংবেদনশীল তথ্য নেই বলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে জানিয়েছে কোম্পানিটি।

২ অক্টোবর (সোমবার) স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে। 

দরবৃদ্ধির গ্রাফ অনুসন্ধানে দেখা যায়, ডিএসইতে ২৪ সেপ্টেম্বর থেকে টানা ঊর্ধ্বমুখী রয়েছে এমবি ফার্মার শেয়ারদর। ২৪ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারদর ছিল ৬৭৫ টাকা। সর্বশেষ রোববার (১ অক্টোবর) লেনদেন শেষে এ দর বেড়ে দাঁড়িয়েছে ৮২৭ টাকা ৮ পঁয়সা। সে হিসাবে আলোচ্য সময়ের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১৫২ টাকা ০৮ পঁয়সা বা ২২ টাকা ৫৩ শতাংশ। আলোচ্য সময়ের মধ্যে সোমবার (২৫ সেপ্টেমবর) কোম্পানিটির শেয়ার সবচেয়ে বেশি লেনদেন হয়েছে। এদিন কোম্পানির মোট ৫৬ হাজার ২৫১ টি শেয়ার লেনদেন হয়েছে।

সর্বশেষ ৩০ জুন ২০২২ শেষে বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিলো কোম্পানিটি । আলোচ্য হিসাব বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে ৩ টাকা ৩ পঁয়সা । একই সময় আগের বছর শেয়ার প্রতি লোকসান হয়েছিলো ৫ টাকা ৪২ পঁয়সা । ৩০ জুন ২০২২ শেষে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ২১ টাকা ৯৬ পঁয়সায় ।

কোম্পানিটির অনুমোদিত মূলধন ৩০ কোটি টাকা । পরিশোধিত মূলধন ২ কোটি ৪০ লাখ টাকা । কোম্পানির মোট শেয়ার সংখ্যা ২ লাখ ৪০ হাজারটি । এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের বিনিয়োগ ৭৫ দশমিক ২৫ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ৬ দশমিক ২৮ শতাংশ এবং বাকি ১৬ দশমিক ৪৭ শতাংশ শেয়ার সাধারন বিনিয়োগকারীর হাতে ।

কর্পোরেট সংবাদ/এএইচ