বেগম রোকেয়ার বই 'সুলতানাস ড্রিম' নিয়ে স্প্যানিশ সিনেমা

Posted on October 2, 2023

বিনোদন ডেস্ক : বাংলার নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়াকে নিয়ে স্পেনে তৈরি হয়েছে অ্যানিমেটেড চলচ্চিত্র। যা নির্মাণ করেছেন সেদেশের অ্যানিমেটর ইসাবেল হারগুয়েরার।

দিল্লির একটি আর্ট গ্যালারিতে হঠাৎ দেখা পান ‘সুলতানা’স ড্রিম’ নামের একটি বইয়ের। সেদিনই নারীপ্রধান চরিত্রটি মনে ধরে যায় স্পেনের এ পরিচালকের। সিনেমাটির নির্মাণসহ নানা বিষয়ে সিনে ইউরোপার চলচ্চিত্র সমালোচক জুলিয়া অলমো ও উৎসবে আয়োজিত সংবাদ সম্মেলনে ইসাবেল কথা বলেছেন।

তুলে ধরেন বেগম রোকেয়ার সঙ্গে তাঁর পরিচয় পর্ব। বলেন, ‘‘১০ বছর আগে আমি ভারতে গিয়েছিলাম। দিল্লিতে গিয়ে ভাগ্যক্রমে ‘সুলতানা’স ড্রিম’ বইটি হাতে পেয়েছিলাম। সুলতানার গল্পটি আমাকে অনুপ্রাণিত করেছিল। আমার কাছে মনে হয়েছিল, হাতে সমৃদ্ধ কিছু পেয়েছি। কারণ এখানে নারীদের ভিন্নভাবে চিন্তা করার প্রসঙ্গগুলো দেখানো হয়েছে।’’

পরিচালকের মনে হয়েছে, তৎকালীন বাংলার নারীসমাজ, বিশেষত মুসলিম নারী এবং সমাজব্যবস্থার একটা চমৎকার দলিল এ উপন্যাস। আর সে কারণেই এটির প্রতি তাঁর আগ্রহ জন্মায়।

তিনি জানান, এটি তাঁর প্রথম চলচ্চিত্র। আর সিনেমাটি আগামী ১৭ নভেম্বর স্পেন–ভারতসহ বেশ কিছু দেশে মুক্তি দেওয়া হবে।

আরও পড়ুন:

সেন্সর বোর্ডের বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগ দক্ষিণী অভিনেতার

‘মুজিব: একটি জাতির রূপকার’-এর ট্রেলার প্রকাশ, মুক্তি ১৩ অক্টোবর