সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের কায়েমপুর গ্রামে পূর্ববিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মঙ্গলবার বিকেলে দু‘পক্ষের মধ্যে রক্তক্ষয়ী হামলা সংঘর্ষে তারা সরকার (৬৫) নামের একজন নিহত ও উভয়পক্ষের ১০জন আহত হয়েছে। এ ঘটনায় এক বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসি জানায়, পূর্ববিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নজরুল সরকার গ্রুপ ও মন্তাজ প্রামানিক গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে এদিন সকালে প্রথম দফায় কায়েমপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মন্তাজ প্রামানিক গ্রুপ ও নজরুল সরকার গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। বিকেলে আবার তারা দেশীয় অন্ত্র শস্ত্র নিয়ে একে অপরের উপর ঝাপিয়ে পরে। উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এক পর্যায়ে আওয়ামীলীগ নেতা মন্তাজ প্রামানিক গ্রুপের লোকজন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও ফালাবিদ্ধ করে তারা সরকারকে ঘটনাস্থলেই হত্যা করে। এ হত্যার পরে গ্রামবাসী মন্তাজের বাড়িঘরে আগুন ধরিয়ে দেয়। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।'
এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি সবুজ রানা জানান, নিরাপত্তাজনিত কারণে আমরা এখন থানার বাইরে যাচ্ছি না। ফলে এই মূহুর্তে এ বিষয়ে বিস্তারিত বলা সম্ভব হচ্ছেনা।'
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
শাহজাদপুরে দু‘পক্ষের সংঘর্ষে নিহত ১, বাড়িঘরে অগ্নিসংযোগ https://corporatesangbad.com/477424/ |