সূচকের উত্থানে লেনদেন শেষ

Posted on August 6, 2024

পুঁজিবাজার ডেস্ক : সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে বেড়েছে টাকার পরিমাণে লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৭টি কোম্পানির ২৫ কোটি ৪৮ লক্ষ ৩৮ হাজার ১৪৩টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৭৪৯ কোটি ৯৯ লক্ষ ৬৬ হাজার ৬৫১ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ১৯৭.১৬ পয়েন্ট বেড়ে ৫৪২৬.৪২ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৭৫.৭১ পয়েন্ট বেড়ে ১৯৩৪.৭৪ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৩২.৭৬ পয়েন্ট বেড়ে ১১৭৬.৬১ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৩২৮টির, কমেছে ৬০টির এবং অপরিবর্তিত রয়েছে ৯টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো: ট্রাস্ট ব্যাংক, উত্তরা ব্যাংক, অগ্নী সিস্টেম, ট্যাকনো ড্রাগ, স্কয়ার ফার্মা, সিটি ব্যাংক, ইউনিলিভার, বিএটিবিসি, সী পার্ল বীচ ও ফার ইস্ট নিটিং।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ০৪টি কোম্পানি হলো: এক্নী পেস্টিসাইড, অ্যাসোসিয়েটেড অক্সিজেন, বারাকা পাওয়ার, বে-লিজিং, ড্রাগন সোয়েটার, জেনারেশন নেক্সট, মাইডাস ফাইন্যান্স, পূবালী ব্যাংক, রবি অজিহাটা ও সায়হাম টেক্সটাইল।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: সোনার বাংলা ইন্স্যুরেন্স, কোহিনুর ইন্স্যুরেন্স, বীকন ফার্মা, ওরিয়ন ইনফিউশন, জেমিনী সী ফুড, এনআরবি ব্যাংক, তৌফিকা ফুড, খান ব্রাদার্স পিপি, সী পার্ল বীচ ও প্যারামাউন্ট ইন্স্যুরেন্স।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬৬৩৩৪৮৭৮২৭৯২৮.০০।