নিজস্ব প্রতিবেদক: অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ রাষ্ট্রপতি বরাবর অব্যাহতিপত্র দিয়ে পদত্যাগ করেছেন। আজ মঙ্গলবার (৬ আগস্ট) সকালে অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর অব্যাহতিপত্র দেন শেখ মোহাম্মদ মোরশেদ।
পদত্যাগের বিষয়টি নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শেখ মোহাম্মদ মোরশেদ। কারণ হিসেবে তিনি বলেছেন, ‘ব্যক্তিগত ও শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগপত্র দিয়েছি।’
সুপ্রিম কোর্টের আইনজীবী শেখ মোহাম্মদ মোরশেদকে ২০২১ সালের ২৪ জানুয়ারি অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দিয়েছিলেন রাষ্ট্রপতি।
ছাত্র-জনতার ব্যাপক বিক্ষোভের মুখে গতকাল সোমবার (৫ আগস্ট) প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর পর দেশত্যাগ করে ভারতে চলে যান শেখ হাসিনা। এর মধ্য দিয়ে তার টানা সাড়ে ১৫ বছরের শাসনের অবসান হলো। ২০০৮ সালের ডিসেম্বরের নির্বাচনে তিনি ক্ষমতায় এসেছিলেন।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
পদত্যাগ করলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোরশেদ https://corporatesangbad.com/477330/ |