অন্তর্বর্তী সরকার গঠন করা হবে: সেনাপ্রধান

Posted on August 5, 2024

কর্পোরট সংবাদ ডেস্ক: সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশে ক্রান্তিকাল চলছে। সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেছি। সমস্ত হত্যা ও অন্যায়ের বিচার করব। সেনাবাহিনীর ওপর আস্থা রাখেন।

আজ সোমবার (৫ আগস্ট) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন।  

সেনাপ্রধান বলেন, দেশে শান্তিশৃঙ্খলা বজায় রাখেন। আপনারা আমার ওপর আস্থা রাখেন, একসাথে কাজ করি। দয়া করে সাহায্য করেন। মারামারি সংঘাত করে আর কিছু পাব না। সংঘাত থেকে বিরত হোন। সবাই মিলে সুন্দর দেশ গড়েছি।

সেনাপ্রধান বলেন, ‘আমি দায়িত্ব নিচ্ছি৷ আপনারা আমাদের সহযোগিতা করেন৷ সেনাবাহিনী কোনো গোলাগুলি করবে না৷ পুলিশ কোনো গোলাগুলি করবে না৷ আজ রাতের মধ্যে সমাধানে যাওয়ার চেষ্টা করবো, তবে ২-১ দিন সময় লাগতে পারে৷’

তিনি বলেন, ‘আপনারা আর ভাঙচুর করবেন না। আমি আন্দোলনকারী শিক্ষার্থীদের বলবো, আপনারা ঘরে ফিরে যান।’

এর আগে, দেশের চলমান সংঘাতপূর্ণ পরিস্থিতিতে সব রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এ কারণে জাতির উদ্দেশে ভাষণ দুপুর ২টার পরিবর্তে বিকাল ৪টায় করা হয়েছে।

সরকার পতনের এক দফা দাবিতে আন্দোলনকারীদের ঘোষিত অসহযোগ কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা থেকে মানুষ শাহবাগে জড়ো হতে থাকে। এতে জনসমুদ্রে পরিণত হয় ঢাকা।